হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষা সংগ্রহ করা যাবে অনলাইনে
বার কাউন্সিল ও আইনজীবী

হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা ২৫ অক্টোবর

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (১৩ আগস্ট) বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান মো: রুহুল কুদ্দুস (কাজল) এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে করা এক পোস্টে তিনি উল্লেখ করেন, আগামী ২৫শে অক্টোবর, ২০২৫ শনিবার হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই পোস্টে তিনি পরীক্ষার্থীদের প্রস্তুতি গ্রহণের জন্য বিশেষ আহ্বান জানিয়ে বলেন, “আমাদের এই পেশা ক্রমশই মেধাহীন হয়ে পড়ছে। আপনারা মেধার পরিচয় দিন।”

এদিকে সারাদেশে আইনজীবীদের সনদ প্রদান ও একমাত্র নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল সূত্রে জানা গেছে, বার কাউন্সিলের সাম্প্রতিক সভায় এই পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে।

প্রসঙ্গত, হাইকোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিসের অনুমতি পেতে হলে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। যারা বিচারিক আদালতে অন্তত দুই বছর প্র্যাকটিস করেছেন, তারা এই পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এছাড়া যেসব আইনজীবী এলএলএম সম্পন্ন করেছেন, তারা বিচারিক আদালতে এক বছর প্র্যাকটিস করার পর পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে মৌখিক পরীক্ষা (ভাইবা) দিতে হবে। মৌখিক পরীক্ষাতেও উত্তীর্ণ হলে, তারা হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার আনুষ্ঠানিক অনুমতি পাবেন।