বিচারহাইকোর্টে হাজির হয়ে এক কিশোরী বললেন, ‘আমি ধর্ষণের শিকার, বিচার চাই’পতি সিনহার নামে মিথ্যা মামলা: ব্যারিস্টার হুদার বিষয়ে আদেশ মঙ্গলবার
উচ্চ আদালত

যাদুকাটা নদীতে বোমা-সেইভ মেশিন ব্যবহার নিষিদ্ধ করলো হাইকোর্ট

সুনামগঞ্জের যাদুকাটা নদীতে পরিবেশ বিধ্বংসী যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেছেন হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছেন, ইজারা পদ্ধতির আড়ালে বোমা মেশিন বা সেইভ মেশিন দিয়ে বালু উত্তোলন করা যাবে না।

এ বিষয়ে দায়েরকৃত এক রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালত বলেন, বালুমহাল ইজারা দেওয়া যাবে, তবে বালু আইন ও পরিবেশ আইন সমুন্নত রাখতে হবে। বাড়িঘর, জনবসতি ও পরিবেশ-প্রতিবেশের ক্ষতি হবে না তা নিশ্চিত করেই ইজারা দিতে হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববর্তী সরকারগুলোর সময়ে যাদুকাটায় বারবার ড্রেজার ও সেইভ মেশিন দিয়ে বালু উত্তোলন করে নদীর দুই তীর ধ্বংস হয়েছে। একাধিক গ্রাম নদীতে বিলীন হয়েছে। গণমাধ্যমে এসব নিয়ে বহুবার সংবাদ প্রকাশ হলেও অবৈধ কার্যক্রম বন্ধ হয়নি। এমনকি স্থানীয় প্রশাসনের যোগসাজশের অভিযোগও উঠেছে।

বাদী খোরশেদ আলম, যিনি দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের বাসিন্দা, ২০২৪ সালের মার্চে রিট দায়ের করেছিলেন। তার আইনজীবী ইকবাল হোসেন জানান, যাদুকাটার পরিবেশ, বসতবাড়ি ও স্থাপনা ড্রেজার মেশিনের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। আদালত রায়ে বলেছেন, যাদুকাটায় ড্রেজার, বোমা মেশিন বা সেইভ মেশিন দিয়ে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ।

তবে বাদী খোরশেদ আলম এ রায়ে আংশিক অসন্তুষ্টি প্রকাশ করে সুপ্রিম কোর্টে আপিল করেছেন। তার অভিযোগ, আগেও আদালতের এমন নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু মাঠপর্যায়ে তা বাস্তবায়ন হয়নি।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আদালতের নির্দেশনা এখনো তার কাছে পৌঁছায়নি। তবে ইজারাদাররা জানিয়েছেন, আদালতের কিছু পর্যবেক্ষণসহ লিজ প্রক্রিয়া বৈধ ঘোষণা করা হয়েছে।