প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক (ফাইল ছবি)

রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ-২০২৫ খসড়ার চূড়ান্ত অনুমোদন

ঢাকা, ৬ ভাদ্র (২১ আগস্ট): উপদেষ্টা পরিষদের ৩৯তম বৈঠকে আজ ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ -এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা।

একই বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদন করা হয়।

এর ফলে দুই দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন।

এছাড়া, বৈঠকে সংস্কার কমিশনসমূহের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপদেষ্টা পরিষদকে অবহিত করা হয়।