মামলাজট নিরসনে জেলায় জেলায় মেডিয়েশন সেন্টার স্থাপনের আহ্বান
বিচারপতি আহমেদ সোহেল

মেডিয়েশন ছাড়া ৪৫ লাখ মামলা নিষ্পত্তি সম্ভব নয় : বিচারপতি আহমেদ সোহেল

বাংলাদেশে বিচার বিভাগে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলাজট রয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেল। তিনি বলেন, মেডিয়েশনের (মধ্যস্থতা) ব্যাপক প্রয়োগ ছাড়া এই জট নিরসন সম্ভব নয়। এজন্য মেডিয়েশনকে গ্রামগঞ্জে ছড়িয়ে দিয়ে এর সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরতে হবে।

নওগাঁর পাহাড়পুর জাদুঘর মিলনায়তনে মেডিয়েশন বিষয়ক সম্মেলনে শনিবার (২৩ আগস্ট) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস)। রোববার (২৪ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিচারপতি আহমেদ সোহেল বলেন, অন্তর্বর্তী সরকার লিগ্যাল এইড সংশোধনীর যে অধ্যাদেশ জারি করেছে তা ইতিবাচক। এতে মেডিয়েশনের মাধ্যমে মামলা নিষ্পত্তির পথ আরো প্রশস্ত হয়েছে, যা কাজে লাগাতে হবে।

তিনি আরো বলেন, মেডিয়েশন বিষয়ে জাতিসংঘের সিঙ্গাপুর কনভেনশনে ইতোমধ্যে ৫৪ দেশ স্বাক্ষর করেছে, বাংলাদেশকেও এতে স্বাক্ষর করা উচিত। একই সঙ্গে তিনি ঢাকায় একটি আন্তর্জাতিক মেডিয়েশন সেন্টার প্রতিষ্ঠার আহ্বান জানান।

সম্মেলনে বক্তব্য দেন বিমসের চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এস. এন. গোস্বামী, বদলগাছী থানার ওসি মো. আনিসুর রহমান, সুপ্রিম কোর্টের অ্যাক্রিডিটেড মেডিয়েটর হুমায়নু কবির শিকদার, ব্যারিস্টার নিশাত মাহমুদ, অ্যাডভোকেট নওশাদ ইফতেখার, অ্যাডভোকেট মমতাজ পারভীন মৌ ও অ্যাক্রিডিটেড মেডিয়েটর অন্নি ইসলাম।

এছাড়া সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানে অবদানের জন্য ঠাকুরগাঁওয়ের “জুলাই অগ্নিকন্যা” রিফা তামান্না ও সোহানী ইসলাম সমাপ্তিকে সম্মাননা দেওয়া হয়।