অ্যাডভোকেট মোহাম্মদ নূরুল আমিন মিয়া
অ্যাডভোকেট মোহাম্মদ নূরুল আমিন মিয়া

কোর্টরুমে মৃত্যুবরণ করলেন অ্যাডভোকেট নূরুল আমিন মিয়া

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন-এর সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ নূরুল আমিন মিয়া আজ কোর্টরুমে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঘটনা সূত্রে জানা যায়, সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের ২৫ নং কোর্টে শুনানি চলাকালীন সময়ে তিনি নিজ মামলার শুনানির অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং কোর্টরুমেই মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন শোকবার্তায় জানিয়েছে, “তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”