সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগারে থাকাকালীন হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) এ ভর্তি আছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে আশিকুল হক।
গত ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আদালতে হাজির করার পর শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর মধ্যদিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধান বিচারপতি খুনের মামলায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনা ঘটে।
এ বি এম খায়রুল হক ছিলেন দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি। তবে তার দীর্ঘ আইনজীবী ও বিচারপতি জীবনে একাধিক বিতর্ক তৈরি হয়। বিশেষ করে রাজনৈতিক পক্ষপাত, বিতর্কিত রায় এবং সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহারের অভিযোগে তিনি সমালোচিত ছিলেন।
বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের সময় তার দেওয়া কিছু রায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সমালোচকরা দাবি করেন, তিনি বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুণ্ন করে একে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি করেছিলেন।