হত্যা মামলায় কক্সবাজার অতিরিক্ত দায়রা জজ আদালতে ৩ আসামির যাবজ্জীবন
জেলা জজ আদালত, কক্সবাজার

কক্সবাজার বিচার বিভাগে জেলা জজ সহ ৫ বিচারকের নিয়োগ-বদলী 

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদসহ কক্সবাজার বিচার বিভাগ থেকে তিন বিচারককে বদলী এবং দুই বিচারককে নতুনভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সোমবার (২৫ আগস্ট) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) এ.এফ.এম গোলজার রহমান স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে একদিনেই এ রদবদল করা হয়।

প্রজ্ঞাপন হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদকে সিলেট মহানগর দায়রা জজ পদে বদলী করা হয়েছে। তবে কক্সবাজারের জেলা ও দায়রা জজ এর শূন্য পদে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
একই প্রজ্ঞাপনে বিচারক মুনসী আব্দুল মজিদ এর সহধর্মিণী চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক (জেলা ও দায়রা জজ) ফেরদৌস আরাকে সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, কক্সবাজারের জেলা লিগ্যাল এইড অফিসার সাজ্জাতুন নেছা লিপিকে রাঙ্গামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে বদলী করা হয়েছে। কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামিমুন তানজিনকে কক্সবাজারের জেলা লিগ্যাল এইড অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অপরদিকে, চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে এবং নড়াইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা চৌধুরীকে কক্সবাজারের সিনিয়র সহকারী জজ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ ও বদলী হওয়া বিচার বিভাগীয় কর্মকর্তাদের আগামী ২৮ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা বা দপ্তর প্রধানের নিকট দায়িত্ব হস্তান্তর করে বদলীকৃত নতুন কর্মস্থলে যোগদান করতে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।