তালতলী ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
তালতলী ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

বরগুনায় পরিবেশ ছাড়পত্র জালিয়াতি, ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা

বরগুনা জেলার তালতলী উপজেলার একটি ক্লিনিককে পরিবেশ ছাড়পত্র জালিয়াতির অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানটির নাম “তালতলী ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার”

গত ২১ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে অভিযান পরিচালনা করে পরিবেশ ছাড়পত্র জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

এ ঘটনায় আমতলী-তালতলী উপজেলার পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান পেনাল কোড ১৮৬০ এর ৪৬৫ ধারায় প্রতিষ্ঠানের পক্ষে ম্যানেজারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

জরিমানা পরিশোধ না করলে অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়।

অভিযানে অংশ নেন আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সিএসআই মো. আনোয়ার হোসেন এবং তালতলী থানা পুলিশের একটি সশস্ত্র টিম। পরিবেশ ছাড়পত্র জালিয়াতির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়।