মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী: কক্সবাজারের নতুন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম যোগদান করেছেন। কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এর দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মামুনুর রশিদ থেকে রোববার (২ নভেম্বর) অপরাহ্নে তিনি জেলা ও দায়রা জজ এর দায়িত্ব বুঝে নেন।
একই আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভা:) বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, সোমবার (৩ নভেম্বর) থেকে নতুন জেলা ও দায়রা জজ তাঁর এজলাসে নিয়মিত বিচারকার্য পরিচালনা করবেন।
এর আগে রোববার সকালে কক্সবাজারের নতুন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিম কক্সবাজার জেলা জজ আদালত ভবনে তাঁর কার্যালয়ে আসলে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এর দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মামুনুর রশিদের নেতৃত্বে জেলা বিচার বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তিনি সবার সাথে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
শুভেচ্ছা জানানোর সময় বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আক্তার হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা প্রথম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ আদালতের বিচারক যথাক্রমে মোঃ আবদুল কাদের, মোঃ রবিউল আলম, রোকেয়া আক্তার, নিশাত সুলতানা ও কাজী সহিদুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম ও দ্বিতীয় আদালতের বিচারক যথাক্রমে মোঃ আমিরুল হায়দার চৌধুরী ও মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, সিনিয়র সহকারী জজ মৈত্রী ভট্টাচার্য, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ হামিমুন তানজিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ, সিনিয়র সহকারী জজ সেঁজুতি জান্নাত, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেনাজ আফরোজ, সিনিয়র সহকারী জজ মোহাম্মদ বেলাল উদ্দীন, সিনিয়র সহকারী জজ মো: রুহুল আমিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম গিয়াস উদ্দিন, সিনিয়র সহকারী জজ সাবরিনা চৌধুরী সহ জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : কক্সবাজারে ছয় বিচারকের নিয়োগ ও বদলী, জেলা ও দায়রা জজ পদে মোহাম্মদ আবদুর রহিম
এছাড়া, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সিনিয়র আইনজীবীরা একইদিন জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে নবাগত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিমকে ফুল দিয়ে অভিবাদন জানান এবং মতবিনিময় করেন। এসময় অন্যান্যের মধ্যে দেশের প্রথম নারী পিপি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, জিপি অ্যাডভোকেট শামশুল হুদা, পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ফরিদ উদ্দিন ফারুকী, সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) অ্যাডভোকেট মোঃ মনির উদ্দিন, সহ সাধারণ সম্পাদক (হিসাব) অ্যাডভোকেট এ.বি.এম মহী উদ্দিন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক অ্যাডভোকেট সাকো আলম, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রহিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মো: সাজিদ আবেদীন, সিনিয়র নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী, অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোছাইন, অ্যাডভোকেট সব্বির আহমদ এবং অ্যাডভোকেট এস.এম. নুরুল ইসলাম, নির্বাহী সদস্য অ্যাডভোকেট আকতারুর রহমান ছোটন, অ্যাডভোকেট মোহাম্মদ এজাজুল হক খোকন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম এবং অ্যাডভোকেট মুহাম্মদ আতাউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
একইদিন কক্সবাজার জেলা জজশীপ কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও জেলা নাজির বেদারুল আলম, সহ সভাপতি স্টেনোগ্রাফার বাবুল বড়ুয়া, সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন, জেলা জজ আদালতে সেরেস্তাদার মাহমুদুল হাসান নোমান নবাগত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবদুর রহিমকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় অন্যান্যের মধ্যে আপীল সহকারী মোহাম্মদ সোলাইমান, সেরেস্তা সহকারী মো: ইমরান হোসাইন, সেরেস্তা সহকারী মোহাম্মদ আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : আদালতের প্রসেস সার্ভারদের সুদমুক্ত মোটরসাইকেল ক্রয় ঋণ সুবিধা জরুরী
কক্সবাজারে জেলা ও দায়রা জজ পদে রোববার যোগদান করা বিচারক মোহাম্মদ আবদুর রহিম বিসিএস (জুডিসিয়াল) ২৪ তম ব্যাচ এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) দ্বিতীয় ব্যাচের একজন সদস্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে কৃতিত্বের সাথে অনার্স মাস্টার্স করা মোহাম্মদ আবদুর রহিম ২০০৬ সালে একজন নবীন বিচারক হিসাবে বাংলাদেশের বিচার বিভাগে যোগ দেন। এর আগে তিনি নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) পদে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার বাসিন্দা বিচারক মোহাম্মদ আবদুর রহিম আগে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে এবং ২০২১ সালের ২৭ জুন থেকে ২০২৩ সালের ১৬ এপ্রিল পর্যন্ত কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর সহধর্মিণী ফাতেমা ফেরদৌসও একজন বিচারক। তিনি বর্তমানে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক (জেলা ও দায়রা জজ) পদে কর্মরত রয়েছেন। বিচারক ফাতেমা ফেরদৌসও কক্সবাজারে সিনিয়র সহকারী জজ পদে আগে দায়িত্ব পালন করেছেন।
কক্সবাজারের সদ্য বিদায়ী জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ গত ২৮ আগস্ট সিলেট মহানগর দায়রা জজ হিসাবে বদলী হওয়ার পর থেকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ এর গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য ছিলো। তখন থেকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মামুনুর রশিদ কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এর অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। রোববার যোগদান করা বিচারক মোহাম্মদ আবদুর রহিম কক্সবাজারে কক্সবাজারের ১৯তম জেলা ও দায়রা জজ। এর আগে আরো ১৮ জন বিচারক কক্সবাজার বিচার বিভাগের এই শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে গত ২৩ অক্টোবর আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) মনজুর কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিচারক মোহাম্মদ আবদুর রহিমকে কক্সবাজারের নতুন জেলা ও দায়রা জজ পদে নিয়োগ দেওয়া হয়।

