বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সততা বজায় রাখতে একগুচ্ছ বাধ্যতামূলক নির্দেশনা জারি করেছে হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সানুগ্রহ আদেশক্রমে রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ নির্দেশনা জারি করেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ (প্রশাসন শাখা) থেকে জারি করা অফিস আদেশে বলা হয়েছে, সকল কর্মকর্তা ও কর্মচারীকে নির্ধারিত অফিস সময় অনুযায়ী সকাল ৯টায় কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। অনুমতি ছাড়া নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ করা যাবে না। বিলম্বে উপস্থিতি ও অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগকে অসদাচরণ হিসেবে গণ্য করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
নির্দেশনায় আরও বলা হয়, কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ ডেস্কে সার্বক্ষণিক উপস্থিত থাকতে হবে এবং কোনো কাজ অসম্পন্ন রাখা যাবে না। পাশাপাশি অফিস কক্ষ ও ডেস্কে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে Supreme Court of Bangladesh (High Court Division) Rules, 1973 অনুযায়ী আদালত প্রাঙ্গণে বা ভবনের কোনো অংশে মিছিল, স্লোগান, সভা, প্রচার কিংবা বিক্ষোভে অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আদালত এলাকায় যেকোনো ধরনের অস্ত্র, মারাত্মক অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে নির্ধারিত পার্কিং ব্যতীত রাস্তা বা ভবনের গেটের সামনে গাড়ি ও রিকশা পার্ক করাও নিষিদ্ধ করা হয়েছে।
পোশাক রীতির বিষয়ে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, অফিস চলাকালীন সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত ফরমাল পোশাক পরিধান করতে হবে এবং অফিস আইডি কার্ড দৃশ্যমানভাবে বহন করতে হবে।
দুর্নীতি প্রতিরোধে সুপ্রিম কোর্টের শূন্য সহিষ্ণুতা নীতির কথা পুনর্ব্যক্ত করে বলা হয়েছে, সেবাগ্রহীতাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অনৈতিক সুবিধা গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ। দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
নির্দেশনা বাস্তবায়নে শাখা প্রধান ও সহকারী রেজিস্ট্রারগণ নিয়মিত হাজিরা খাতা ও ড্রেস কোড তদারকি করবেন। এছাড়া ডেপুটি রেজিস্ট্রারগণ আকস্মিক পরিদর্শনের মাধ্যমে আদেশ বাস্তবায়ন নিশ্চিত করবেন।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

