আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

আবুল খায়েরের নিয়োগ আদেশ বাতিল, ঢাকা জেলা জজ আদালতের নতুন জিপি নাসির উদ্দিন

ঢাকার জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) আবুল খায়েরের নিয়োগ আদেশ বাতিল করেছে সরকার। একইসঙ্গে তাকে ওই পদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি গত ১২ জানুয়ারি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন সানা মো. মারুফ হোসাইন, যুগ্মসচিব (জিপি-পিপি)।

প্রজ্ঞাপনে বলা হয়, Legal Remembrancer’s Manual, 1960 এর Chapter 1, Paragraph 1 এর Rule 9 অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা জেলার জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি হিসেবে মো. নাসির উদ্দিনকে নিয়োগ প্রদান করা হলো।

একই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সলিসিটর অনুবিভাগের ১৪ অক্টোবর ২০২৪ তারিখের স্মারকের মাধ্যমে দেওয়া নিয়োগ আদেশ বাতিলপূর্বক আবুল খায়ের (পিতা: মৃত সুজ্জেত আলী)-কে সরকারি কৌঁসুলির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নবনিয়োগপ্রাপ্ত সরকারি কৌঁসুলি মো. নাসির উদ্দিন জেলা জজ আদালত, ঢাকায় দায়িত্ব পালন করবেন। তিনি ২৯ সেপ্টেম্বর ১৯৮৩ সালে আইনজীবী হিসেবে ঢাকা আইনজীবী সমিতিতে যোগদান করেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অব্যাহতি পাওয়া সরকারি কৌঁসুলি আবুল খায়েরকে অনতিবিলম্বে তাঁর অধীনে থাকা সকল মামলার নথি ও আনুষঙ্গিক কাগজপত্র নবনিয়োগপ্রাপ্ত সরকারি কৌঁসুলির কাছে হস্তান্তর করতে হবে।