অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) রাজস্ব ও প্রশাসনিক সংক্রান্ত মামলা পরিচালনার জন্য ৫ জন বেসরকারি প্যানেল আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগপ্রাপ্ত আইনজীবীরা আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, প্রশাসনিক ট্রাইব্যুনাল, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালসহ বিভিন্ন আদালতে সরকারের পক্ষে মামলা পরিচালনা করবেন।
গত ১৩ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আইন শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), জাতীয় সঞ্চয় অধিদপ্তর, আয়কর ও শুল্ক-আবগারী অফিস সংশ্লিষ্ট ফৌজদারি ও মানিস্যুট মামলাসমূহে সরকারের পক্ষে কার্যকর আইনি সহায়তা নিশ্চিত করতেই এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
প্যানেল আইনজীবী হিসেবে আবেদন করতে হলে
-
হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
-
বয়স সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে
-
ভ্যাট, আয়কর, কাস্টমস ও প্রশাসনিক ট্রাইব্যুনালের মামলায় অভিজ্ঞতা থাকতে হবে
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে
-
৩ কপি সত্যায়িত রঙিন ছবি
-
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ
-
বার কাউন্সিল এনরোলমেন্ট সনদ
-
এনআইডি, টিআইএন ও সর্বশেষ আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ
গুরুত্বপূর্ণ শর্ত
-
আইআরডি বা এনবিআর সংশ্লিষ্ট কোনো মামলায় সরকারের বিপক্ষে দাঁড়ানো যাবে না
-
অন্য প্রতিষ্ঠানে নিয়োজিত থাকলে তা উল্লেখ করতে হবে
-
ঢাকার বাইরে মামলা পরিচালনায় প্রস্তুত থাকতে হবে
-
নিয়োগের মেয়াদ ২ বছর
সরকার নির্ধারিত হার অনুযায়ী ফি প্রদান করবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী আইনজীবীদের আগামী ২৯ জানুয়ারি ২০২৬ বিকেল ৫টার মধ্যে সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর আবেদন জমা দিতে হবে।
অসম্পূর্ণ বা বিলম্বিত আবেদন বাতিল বলে গণ্য হবে। প্রাথমিকভাবে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করে সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
কোনো কারণ দর্শানো ছাড়াই কর্তৃপক্ষ আবেদন বাতিল বা গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করে।


