ভূমিসেবা সিস্টেমের মাধ্যমে ইস্যুকৃত দাখিলা, খতিয়ান ও ডিসিআর (DCR) নকল করে সংঘবদ্ধ প্রতারক চক্র সাধারণ নাগরিকদের সঙ্গে প্রতারণা করছে বলে সতর্ক করেছে ভূমি মন্ত্রণালয়। সরকারি QR কোডের অনুরূপ কোড সংযুক্ত করে ভুয়া কাগজপত্র তৈরি করে জমি সংক্রান্ত লেনদেনে প্রতারণার ঘটনা বাড়ছে বলে জানানো হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের জালিয়াতি প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ এবং ভুয়া দাখিলা, খতিয়ান বা ডিসিআর প্রস্তুত ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাগরিকদের নিরাপদ ও নির্ভরযোগ্য ভূমিসেবা নিশ্চিত করতে মন্ত্রণালয় “ভূমি (Bhumi)” নামে একটি সরকারি মোবাইল অ্যাপ চালু করেছে। এই অ্যাপ ব্যবহার করে দাখিলা, খতিয়ান ও ডিসিআর–এ থাকা QR কোড স্ক্যান করে তথ্যের সত্যতা যাচাই করা যাবে।
ডাউনলোড লিংকঃ
Android: https://land.gov.bd/bhumi_android
iOS: https://land.gov.bd/bhumi_ios
মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, সরকারি কাগজপত্র যাচাইয়ের ক্ষেত্রে অন্য কোনো QR স্ক্যানার ব্যবহার না করে শুধুমাত্র “ভূমি” অ্যাপ ব্যবহার করতে হবে।
QR স্ক্যানের সময় কোনো ত্রুটি, অস্পষ্টতা বা সন্দেহজনক তথ্য দেখা গেলে তাৎক্ষণিকভাবে ভূমি মন্ত্রণালয়ের হটলাইন ১৬১২২ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাল দলিল বা ভুয়া ভূমি কাগজপত্রের মাধ্যমে প্রতারণা প্রতিরোধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।


