নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, আইনজীবী সমিতি ভবনসহ পুরো কোর্ট প্রাঙ্গণে বিচারপ্রার্থী ও অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিচারপ্রার্থীসহ অপ্রত্যাশিত বিভিন্ন ব্যক্তি সুপ্রিম কোর্টের ভবন, বারান্দা ও কোর্টরুমে অনিয়ন্ত্রিতভাবে প্রবেশ করছেন। এতে আদালতের নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ এবং বিচারকার্য পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পাশাপাশি হাইকোর্ট ও আপিল বিভাগের মাননীয় বিচারপতি, আইনজীবী এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।
এ অবস্থায় সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনজীবী ও তাদের সহকারীদের আদালতের বিভিন্ন ভবন, কোর্টরুম ও শাখায় প্রবেশের সময় নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
এছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিত এবং আইনজীবী সমিতি ভবনে জনসমাগম সীমিত রাখতে প্রতিদিন প্রত্যেক আইনজীবী সর্বোচ্চ দুইজন মামলা সংশ্লিষ্ট ব্যক্তি বা বিচারপ্রার্থীকে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের অনুমোদন সাপেক্ষে কেবল আইনজীবী সমিতি ভবনে প্রবেশের সুযোগ দিতে পারবেন।
বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ও সম্পাদককে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

