বিচারের নামে অবিচার বন্ধ হোক

বরিশালে দুটি পৃথক মাদক মামলায় সামারি ট্রায়ালে দুই জনের ৬ মাস করে কারাদণ্ড

বরিশাল মহানগরে দুটি পৃথক মাদক মামলায় সামারি ট্রায়ালের মাধ্যমে দুই জনকে ছয় মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, গত রাত আনুমানিক রাত ১২টা ৩০ মিনিটে মাদক সেবনপূর্বক মাতাল অবস্থায় রাস্তায় উপদ্রব সৃষ্টির অভিযোগে বরিশাল কোতোয়ালি থানা পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর আজ আসামিদের আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন : বরিশালে জনগুরুত্বপূর্ণ মামলায় সামারি ট্রায়াল শুরু, ৭ জনের কারাদণ্ড

বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ সামারি ট্রায়াল কোর্ট পরিচালনা করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই ধরনের সামারি ট্রায়াল অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।