পাবনায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
পাবনায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স

পাবনায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

পাবনায় ফৌজদারি বিচার ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি, বিচার কার্যক্রমে পুলিশি তৎপরতা সুসংগঠিত করা এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় পাবনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাবনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন

সম্মেলনে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. শাহেদ মোস্তফা, পাবনার পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, সহকারী পরিচালক, পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ডা. মোঃ রফিকুল হাসান, র‌্যাব কোম্পানি কমান্ডার লে. ওয়াহিদুজ্জামান, পাবলিক প্রসিকিউটর গোলাম সারোওয়ার খান জুয়েল, পাবনা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বাচ্চু, পাবনা বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুলতান মাহমুদ খান এহিয়া, পাবনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির বিভিন্ন ম্যাজিস্ট্রেটবৃন্দ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন, পুলিশ সুপার (পিবিআই), পুলিশ সুপার (সিআইডি), নির্বাহী প্রকৌশলীদের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তরের জেলা পর্যায়ের প্রতিনিধিরা, জেলা সুপার, প্রবেশন কর্মকর্তা, জেলার বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জগণ।

পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল আলম

আরও পড়ুন : রাজউক অধ্যাদেশ জারি, বোর্ডে নাগরিক সমাজের প্রতিনিধি অন্তর্ভুক্তি বাধ্যতামূলক

স্বাগত বক্তব্যের পর সম্মেলনের ফোকাল পারসন হিসেবে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান ম্যাজিস্ট্রেসির বিগত চার বছরের মামলা সংক্রান্ত বিভিন্ন পরিসংখ্যান ও তথ্য উপস্থাপন করেন। তিনি দ্রুততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিতে আইনে নির্ধারিত প্রাতিষ্ঠানিক সমন্বয় ও দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরেন।

সম্মেলনে ফৌজদারি বিচার ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি, বিচার কার্যক্রমে পুলিশি তৎপরতা আরও সুসংগঠিত করা, দ্রুত ন্যায়বিচার নিশ্চিতে বিচার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এসব বিষয়ে বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে মতামত প্রদান করেন।

সম্মেলনে পাবনার পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা ও মাদক সংক্রান্ত মামলাগুলোকে জেলা পুলিশ অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিচ্ছে। বিচার কার্যক্রম ত্বরান্বিত করতে জেলা পুলিশ সার্বিক সহযোগিতা দিতে সর্বদা প্রস্তুত রয়েছে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. শাহেদ মোস্তফা বিচার কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে এ ধরনের পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সের ভূয়সী প্রশংসা করেন। তিনি দ্রুততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিতে জেলা ম্যাজিস্ট্রেসির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সম্মেলনের সমাপনী বক্তব্য প্রদান করেন সভাপতি ও পাবনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর হোসেন। তিনি আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় ভূমিকা পালনের দিকনির্দেশনা দেন।

তিনি সকলের সম্মিলিত সহযোগিতায় পাবনার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সম্মেলনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।