স্ত্রী ও নয় মাসের শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যুর তিন দিন পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) মানবিক বিবেচনায় তাকে ছয় মাসের জামিন দেন আদালত।
গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় তার পাশেই নিথর অবস্থায় পড়ে ছিল তাদের নয় মাস বয়সী শিশু সন্তান নাজিমের মরদেহ।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ঘটনার পরদিন শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে শেষবারের মতো স্ত্রী ও সন্তানের মুখ দেখার সুযোগ পান সাদ্দাম। কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মরদেহবাহী অ্যাম্বুলেন্স কারাগারের সামনে এলে সেখানে তাকে কয়েক মিনিট সময় দেওয়া হয়।
আরও পড়ুন : সংশোধিত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি, কমিশনে যুক্ত হলেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি
কারা কর্তৃপক্ষ জানায়, মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের সঙ্গে সাদ্দামের পরিবারের ছয় সদস্যকে কারাগারের ফটকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এ সময় তাকে প্রায় পাঁচ মিনিট স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়।
জুয়েল হাসান সাদ্দাম গত বছরের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলায় বিচারাধীন অবস্থায় এই ঘটনা ঘটে।
স্ত্রী ও সন্তানের মৃত্যুতে সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে রোববার (২৫ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো লিখিত আবেদন করা হয়নি। পরিবারের মৌখিক অভিপ্রায়ের ভিত্তিতেই তাকে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার ব্যবস্থা করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মানবিক বিবেচনায় যশোর জেলা প্রশাসন ও কারা কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করেছে। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল মর্মে প্রকাশিত তথ্য সঠিক নয় বলেও উল্লেখ করা হয়।
সবশেষে স্ত্রী ও সন্তানের অকাল মৃত্যু এবং পারিবারিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোমবার হাইকোর্ট মানবিক কারণে জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন প্রদান করেন।

