প্রধান বিচারপতির একান্ত সচিব অতিরিক্ত জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম
প্রধান বিচারপতির একান্ত সচিব অতিরিক্ত জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম

প্রধান বিচারপতির একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন বিচারক আরিফুল ইসলাম

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে প্রধান বিচারপতির একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম। সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের অফিস আদেশ অনুযায়ী তিনি গত ২৫ জানুয়ারি পূর্বাহ্ণে উক্ত পদে আনুষ্ঠানিকভাবে কাজে যোগদান করেন।

বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের রেজিস্ট্রার কর্তৃক জারিকৃত অফিস আদেশে উল্লেখ করা হয় যে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আরিফুল ইসলামের যোগদানপত্র গৃহীত হয়েছে।

এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে জানানো হয় যে, প্রধান বিচারপতির সানুগ্রহ অভিপ্রায় মোতাবেক সংযুক্ত কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ)  আরিফুল ইসলামকে প্রেষণে প্রধান বিচারপতির একান্ত সচিব পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জনাব আরিফুল ইসলামের চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত থাকবে এবং বাংলাদেশ সুপ্রীম কোর্ট কর্তৃক নির্ধারিত তারিখে তাকে দায়িত্বভার অর্পণ ও যোগদান সম্পন্ন করতে নির্দেশ প্রদান করা হয়।

আরিফুল ইসলাম টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার কৃতি সন্তান এবং সখিপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুর রাজ্জাকের সন্তান। বিচারক আরিফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তণ শিক্ষার্থী। তিনি অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে বিচার বিভাগে দায়িত্ব পালন করে আসছিলেন।