ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বুধবার ও বৃহস্পতিবার দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দেশের সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনালেও উক্ত দুই দিন সাধারণ ছুটি কার্যকর থাকবে।
বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে জারিকৃত বিজ্ঞপ্তি অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারি ২০২৬ তারিখের নির্বাহী আদেশের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচনের দিন ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে সারাদেশে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে দুই দিনের সরকারি ছুটি ঘোষণার ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টেও এই সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতির অনুমোদনক্রমে আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগে উক্ত দুই দিন সাধারণ ছুটি কার্যকর থাকবে।
এদিকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে জারিকৃত পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, একই কারণ বিবেচনায় আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বুধবার ও বৃহস্পতিবার দেশের সকল অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহেও দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রধান বিচারপতির সানুগ্রহ আদেশক্রমে এই ছুটি কার্যকর হবে। এতে নির্বাচনকালীন সময়ে বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা হবে।

