নাটোরে শুরু হচ্ছে সংক্ষিপ্ত বিচার আদালতের কার্যক্রম

বরিশালে মাদক মামলায় দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন ও সাজা প্রদান

বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় দ্রুত বিচার সম্পন্নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোর্টে নিয়মিত মামলার পাশাপাশি তাৎক্ষণিক সামারি ট্রায়ালের মাধ্যমে ছোটখাটো মাদক মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে।

থানা, তদন্তকারী কর্মকর্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বয় করে মাদক মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আদালতে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন সামারি ট্রায়ালের মাধ্যমে ছোটখাটো মামলাগুলো তাৎক্ষণিক নিষ্পত্তি করা হচ্ছে। এছাড়া বড় মাদক মামলাগুলো প্রতিদিন বা সংক্ষিপ্ত তারিখ দিয়ে দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে।

উদাহরণ হিসেবে, চলতি বছরের গত ১৭ জানুয়ারি থানায় দায়েরকৃত একটি মাদক মামলা মাত্র নয় কার্যদিবসের মধ্যে তদন্ত, সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ করে আজ রায় প্রদান করা হয়। উক্ত মামলায় আসামিকে ৬ মাস সশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

বরিশালে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ আজ দুপুরে রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, এ ধরনের দ্রুত বিচার ব্যবস্থা মাদক মামলার সমাধান ও আইনশৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখছে।