আমাদের সম্পর্কে

আইন, আদালত ও গণমানুষের সাংবিধানিক ও মানবাধিকার সংক্রান্ত সংবাদ সেবা নিয়ে ২০১৪ সালের ৪ নভেম্বর ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম এর যাত্রা শুরু হয়। সরকার নিবন্ধিত আইন বিষয়ক দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টালও এটি। তথ্যভিত্তিক মানসম্পন্ন সংবাদ প্রকাশের কারণে নাতিদীর্ঘ সময়ের মধ্যে বিচারক, আইনজীবী, আইন শিক্ষার্থী ও বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্ট অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। হয়ে উঠেছে এ অঙ্গনের মানুষের এক এবং একক কণ্ঠস্বর।

আইন ও মানবাধিকার বিষয়ক প্রচলিত সংবাদের পাশাপাশি দেশের নাগরিকদের আইন বিষয়ে সচেতন ও সম্যক জ্ঞান সরবরাহে নিয়মিত বিচারক ও আইনজীবীদের মতামত, সাক্ষাৎকার ও নিবন্ধ প্রকাশ করা হচ্ছে। এছাড়া দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় আইনের ওপর প্রকাশ করা হচ্ছে নিয়মিত লেখা। এ অঙ্গনের মানুষকে লিখতেও উদ্বুদ্ধ করেছে ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম প্ল্যাটফর্ম।

ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম নিরপেক্ষ নয়, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সত্য ও ন্যায়ের পক্ষে। তাই এ অঙ্গনের অনিয়ম-দুর্নীতি প্রকাশেও কুণ্ঠাবোধ করেনি। ফলশ্রুতিতে সংশ্লিষ্ট অঙ্গনসহ সার্বিকভাবে সকলের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

নিরলস শ্রম আর নিষ্ঠার সরকারী স্বীকৃতি মিলতেও তাই দেরি হয়নি। এতো এতো নিউজ পোর্টালের ভিড়ে ২০২১ সালের অক্টোবরে সরকারী নিবন্ধন পেয়েছে আইন অঙ্গনের মুখপাত্র ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম। নিবন্ধন নং- ৮৩।