বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদক, বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী অ্যাটার্নি জেনারেল মাহবুবে আলমসহ করোনায় আক্রান্ত দেশের সকল আইনজীবীর আশু রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান লেক্স ফার্মের নরসিংদী চেম্বারের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে গতকাল মঙ্গলবার (৮ সেপ্টম্বর) বাদ মাগরিব এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, এ্যাডভোকেট আব্দুন নূর দুলাল, এ এফ জসিম উদ্দিন আহমেদ, সাঈদ আহমেদ বাবু, সৈয়দ আবু তোহা, আব্দুল্লাহ আল সায়েম, আনোয়ারুল আজিম সাদেক, মোস্তাফিজুর রহমান বিপ্লব, এডভোকেট চঞ্চল কুমার বিশ্বাস, ব্যারিস্টার সৌমিত্র সরদার, ব্যারিস্টার শেখ ওবায়দুর রহমান, এ্যাডভোকেট কাওসার আহমেদ রুমেল, এ্যাডভোকেট আসাদুজ্জামান, লেক্স ফার্মের হেড অব চেম্বার এ্যাডভোকেট মো. জিশান মাহমুদ প্রমুখ।