আদালত : প্রতীকী ছবি
আদালত : প্রতীকী ছবি

অবৈধ অস্ত্র রাখায় অপরাধীকে ৩ বছর নামাজ পড়ার নির্দেশ পাক সিটি কোর্টের

পাকিস্তানের রাজধানী করাচিতে সিটি কোর্ট অভিনব শাস্তি দিল অপরাধীকে। অবৈধ অস্ত্র রাখার দায়ে তিন বছর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ দেয়া হয়।

নাজি নিউজ চ্যানেল এক্সপ্রেস নিউজের বরাতে বলা হয়, করাচি শহরের অধিবাসী ইউসুফের কাছে অবৈধ অস্ত্র রাখার অপরাধে তাকে তিন বছর নামাজ পড়ার অভিনব এ শাস্তি দেওয়া হয়।

জজ অভিনব এ নির্দেশ দেওয়ার সময় বলেন, যদি অপরাধী এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেয় তাহলে তাকে সাত বছরের জেল ও ৫০ হাজার রুপি জরিমানা করা হবে।

উল্লেখ্য, পুলিশ ইউসুফকে অবৈধ অস্ত্র রাখার দায়ে গ্রেফতার করেছিল। ইউসুফের এ মামলা দু বছর যাবত শুনানিতে ছিল।

সূত্র: ডেইলি পাকিস্তান উর্দু

 

আন্তর্জাতিক ডেস্ক/লইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম