লিওনেল মেসি তার প্রতিশ্রুতি রক্ষা করলেন। সংবাদপত্র লা রাজোন’এর বিরুদ্ধে মানহানি মামলা জিতে পাওয়া ৭০ হাজারেরও বেশি ইউরো দান করলেন বেসরকারি সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স’কে। আর্জেন্টানই ফরোয়ার্ডের ম্যানেজমেন্ট কোম্পানি এটা নিশ্চিত করেছে।
এক বিজ্ঞপ্তিতে মেসির ম্যানেজমেন্ট কোম্পানি জানায়, ‘বেসরকারি সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্সকে সব মিলিয়ে ৭২ হাজার ৭৮৩.২০ ইউরো দান করেছেন ফুটবল খেলোয়াড় লিওনেল আন্দ্রে মেসি কুচিত্তিনি।’ সেখানে আরও যোগ করা হয়, ‘ভবিষ্যতে সম্মানহানি হয়, এমন সব ধরনের মিথ্যা ও ভুল অভিযোগের বিরুদ্ধে নিজেকে রক্ষা করবেন তিনি।’
২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হারের একদিন পর লিওনেল মেসিকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ খবর ছেপেছিল স্পেনের মাদ্রিদভিত্তিক সংবাদপত্রটি। সাংবাদিক আলফোনসো উসিয়া বার্সেলোনা ফরোয়ার্ডের শুধু সমালোচনাই করেননি। মেসির বিরুদ্ধে পারফরম্যান্সবর্ধক ড্রাগ ন্যানড্রোলেন নেওয়ার অভিযোগ তুলেছিলেন। বার্সার প্রাদেশিক আদালত এমন নিবন্ধন লেখায় উসিয়া ও লা রাজোন’এর সম্পাদক ফ্রান্সিসকো মারহুয়েন্দাকে ৭২ হাজার ৭৮৩.২০ ইউরো মেসিকে দেওয়ার নির্দেশ দেয়।
গত বছর ওই মানহানির মামলা জিতেছিলেন মেসি। তখনই তিনি মামলা জয়ের অর্থ ফ্রান্সের বেসরকারি সংস্থাটিকে দেওয়ার সিদ্ধান্ত জানায়। তবে এ মামলা গড়ায় শীর্ষ আদালত পর্যন্ত। এরপর গত ১৭ মাস ধরে স্থগিত ছিল এর প্রক্রিয়া। শেষ পর্যন্ত এর সমাপ্তি হলো বৃহস্পতিবার। স্পেনের সর্বোচ্চ আদালত বার্সেলোনার রায়ের সঙ্গে সম্মতি জানিয়ে ওই প্রকাশিত সংবাদকে ‘অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক’ বলেছে। মার্কা, ইএসপিএনএফসি, গোল ডটকম