মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী একেএম শফিকুল আলম সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্রার্থী কামরুল হাসান নির্বাচিত হয়েছেন। সভাপতিসহ আওয়ামী আইনজীবী পরিষদ থেকে আটজন এবং সাধারণ সম্পাদকসহ জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ থেকে সাতজন জয়লাভ করেছে।
শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বিমল কুমার বাবু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি আদিল করিম (বিএনপি), এমএম রুস্তম আলী (আওয়ামী লীগ), যুগ্ম সম্পাদক সাইদুর রাজ্জাক (বিএনপি), নাজমুল হুদা (আওয়ামী লীগ), কোষাধ্যক্ষ রুত শোভা মন্ডল (আওয়ামী লীগ), পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান (বিএনপি), কার্যনির্বাহী সদস্য পদে রাশেদুল হক জুয়েল (আওয়ামী লীগ), একেএম নরুল হাসান রঞ্জু (আওয়ামী লীগ), আব্দুল্লাহ আল মামুন রাসেল (আওয়ামী লীগ), মধুমিতা পারভিন (বিএনপি), রহমতুল্লাহ (বিএনপি), কামরান বাপ্পি (বিএনপি) এবং নাহিদ মাহামুদ জুয়েল (আওয়ামী লীগ)।