ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান বলেন, ‘বর্তমানে লিগ্যাল এইডের মামলাগুলোকে সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে। অর্থের অভাবে কেউ আর ন্যায়বিচার হতে বঞ্চিত হবে না।’
জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড আয়োজিত আইনগত সহায়তাপ্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির ভাষণে গতকাল সোমবার তিনি এসব কথা বলেন।
এস এম কুদ্দুস জামান বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে আইনগত সহায়তা কার্যক্রম বর্তমানে প্রধানমন্ত্রীর একটি অনন্য উদ্যোগ। এর মাধ্যমে অসহায় ও সহায় সম্বলহীন মানুষকে কাঙ্ক্ষিত আইনি প্রতিকার দেয়া সম্ভব হচ্ছে।’
জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রাজেশ চৌধুরী বলেন, ‘সকলের সমন্বিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর এই অভূতপূর্ব উদ্যোগকে এগিয়ে নিতে ঢাকা জেলা লিগ্যাল এইড অফিস আন্তরিকভাবে কাজ করছে। এক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকলে তা দূর করতে যথাশীঘ্র ব্যবস্থা নেয়া হচ্ছে।’
মতবিনিময় সভায় সবার মুক্ত আলোচনা পর্বে আইনগত সহায়তাপ্রার্থীরা তাদের সমস্যাবলি জেলা লিগ্যাল এইড কর্মকর্তার নিকট তুলে ধরেন। ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামানের সভাপতিত্বে সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা লিগ্যাল এইড অফিসার রাজেশ চৌধুরী।
নিজস্ব প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম