লিওনেল মেসিকে চেনেন না এমন লোক হয়তো খুঁজে পাওয়া কঠিন। যার বাঁ পায়ের জাদুতে মোহিত পুরো বিশ্ব। কিন্তু তার পরিবারের সদস্যই পুলিশের ফাঁদে।
আর্জেন্টাইন তারকার ভাই ম্যাথিয়াস মেসিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি তার রক্তাক্ত বোট থেকে উদ্ধার করা হয়েছে পিস্তল। তারপর থেকে তাকে হন্যে হয়ে খুঁজতে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। শেষ পর্যন্ত ধরাও পড়লেন তিনি।
ম্যাথিয়াসের দাবি, তার মোটরবোট দুর্ঘটনায় পড়েছিল। সিকিউরিটি গার্ডকে তিনি জানিয়েছেন, বোটটি ফিশিং ক্লাবে পৌঁছালে স্যান্ডব্যাংকের সঙ্গে ঘর্ষণ খায়। এতে তার মুখের কিছুটা অংশ কেটে যায়।
পুলিশ বলছে, মেসির ভাইয়ের রক্তাক্ত বোট থেকে একটি পিস্তল পাওয়া গেছে। এজন্যই তাকে আটক করা হয়েছে।
তিন মাস আগেও ম্যাথিয়াসের বিরুদ্ধে মৃত্যুর অভিনয় করার অভিযোগ ওঠে। ওই সময় তিনি জানান, দুর্ঘটনার পর নিজেই গাড়ি চালিয়ে চিকিৎসকের কাছে যান।
এর আগে বহুবারই লিও’র ভাইয়ের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ উঠেছে। গত বছর তার গাড়ি থেকেও পিস্তল উদ্ধার হয়। অতীতে ড্রাগ সেবনের জন্য ম্যাথিয়াসকে ৪৭০ ইউরো জরিমানাও গুনতে হয়। ২০০৮ সালে কোমরে বেল্টের সঙ্গে পিস্তল রাখায় গ্রেপ্তার হয়েছিলেন ৩৫ বছর বয়সী ব্যক্তি।
আন্তর্জাতিক ডেস্ক/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম