বিদেশ থেকে অর্জিত আইন ডিগ্রীর সমতা বিধান (ইকুইভ্যালেন্সি) সার্টিফিকেটের আবেদন ফরম ও নিয়মাবলী এখন থেকে বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। আগামী ৭ ডিসেম্বর থেকে বার কাউন্সিলের ওয়েবসাইট (www.barcouncil.gov.bd) -তে পাওয়া যাবে।
বার কাউন্সিলের সহকারী রেজিস্ট্রার সারমিন সুলতানা রাব্বী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এর আগে আইন ডিগ্রীর সমতা বিধানের জন্য যে সকল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) আবেদন করেছেন এবং উক্ত আবেদন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে বার কাউন্সিলে Referred করেছেন তাদেরকেও বার কাউন্সিলের ওয়েবসাইটে দেয়া আবেদন ফরম ও নিয়মাবলী অনুসরণ করে আবেদন করতে হবে।
তালিকা সংযুক্ত লিংক : http://www.ugc.gov.bd/uploads/2017/equivalence/Law_23_04_2017.pdf
ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম ডেস্ক