বাংলাদেশ রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধান চায় জানিয়ে এ সংকট মোকাবিলায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
এর আগে সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করে জাতীয় মানবাধিকার কমিশন। স্পিকার আরো বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের মৌলিক চাহিদাগুলো পালন করে প্রমাণ করেছে এখানে মানবাধিকার কতটা সুরক্ষিত। জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ৫ দফা প্রস্তাব বাস্তবায়ন হলেই তাদের মানবাধিকার পুরোপুরি সুরক্ষিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী উপস্থিত ছিলেন।