মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞান মনস্ক লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৬ জানুয়ারি (মঙ্গলবার) নতুন করে দিন ধার্য করেছেন আদালত।
আজ সোমবার (১১ ডিসেম্বর) ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট গোলাম নবী নতুন করে এ দিন নির্ধারণ করেন।
আজ মামলাটির প্রতিবেদন জমা দিতে দিন ধার্য ছিল। কিন্তু মামলাটির তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক মনিরুল ইসলাম কোনো প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত এ দিন ধার্য করেন।
ব্লগার ও লেখক অভিজিৎ রায় ও তার স্ত্রী নাফিজা আহমেদকে ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাত সোয়া নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে কুপিয়ে জখম করে দৃর্বৃত্তরা।
আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার মারা যান অভিজিৎ।
এ হত্যাকাণ্ডের পরদিন অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি নিহতের বাবা বাদী হয়ে শিক্ষাবিদ অজয় রায় শাহবাগ থানায় একটি মামলা করেন।
জজকোর্ট প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম