জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে কুমিল্লার মুরাদনগর থানায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে একটি একটি মামলা হয়েছে।
মুরাদনগর থানা ছাত্রলীগের আহ্বায়ক নাহিদ আহাম্মদ ফয়সাল বাদী হয়ে গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ মামলাটি করেন।
এর আগে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত সুবিদ আলী দাউদকান্দি থানায় একটি জিডি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি মাসের ১ তারিখে জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে মাহমুদুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাদের পরিবারকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য রাখেন। তিনি ওই সেমিনারে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অস্বীকার করে বাংলাদেশকে ভারতের কলোনি বলে আখ্যায়িত করেন।
এতে বঙ্গবন্ধু পরিবারের মানহানি হয়েছে বলে মামলার বাদী তার এজাহারে উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, একই অভিযোগে গত কয়েকদিনে মাহমুদুর রহমানের বিরুদ্ধে খুলনা, কুষ্টিয়া, যশোর, গাইবান্ধাসহ বেশ কয়েকটি জেলায় মামলা হয়েছে।
জেলা প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম