শ. ম. রেজাউল করিম

‘লিগ্যাল নোটিশের ধৃষ্টতা দেখানোর আইনগত পরিনতির জন্য প্রস্তুত থাকুন’

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লিগ্যাল নোটিশ সংবাদ প্রচারিত হবার ঘটনায় বিদেশে অবস্থান করায় সংক্ষিপ্ত আকারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক শ. ম. রেজাউল করিম।

লন্ডন থেকে গত রাতে তার এক ফেইসবুক স্ট্যাটাসে বলেন, কথিত নোটিশ পাবার পরে নোটিশের বিষয় বস্তু বিস্তারিত অবহিত হয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে। বিএনপি প্রধান ও তার পরিবারের দুর্নীতি সর্বজন বিদিত। তারেক রহমান ইতোমধ্যে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। বেগম জিয়ার দুর্নীতির মামলার বিচার শেষ পর্যায়ে। দেশ বিদেশের গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত পরিবারের পক্ষথেকে মাননীয় প্রধান মন্ত্রীক নোটিশ দেবার পূর্বে, লিগ্যাল নোটিশ দাতা, কর্নেল ড.অলি আহমেদ ও বদরুদ্দোজা চৌধুরীর বক্তব্য ভুলে গেছেন? নোটিশ দিয়ে দুর্নীতির নোংরা গন্ধ আরো ছড়ানোর পিছনে কোন অসৎ উদ্দেশ্য আছে কিনা, তা খুঁজে দেখতে হবে। সারা দুনিয়ায় স্বীকৃত, – অন্যতম সেরা ও সৎ ব্যক্তিত্ব-রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে লিগ্যাল নোটিশ দেবার ধৃষ্টতা দেখানোর আইনগত পরিনতির জন্য প্রস্তুত থাকতে হবে নোটিশ দাতাদের। শেখ হাসিনা কখনোই মিথ্যাচার করেন না।

ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম ডেস্ক