প্রধান বিচারপতি নিয়োগ না দিয়ে রিভিউ দায়ের সরকারের ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
সোমবার সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। ষোড়শ সংশোধনী রিভিউ দায়েরের পর অ্যাটর্নি জেনারেলের সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের প্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বারের) পক্ষ থেকে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
বারের সম্পাদক ব্যারিস্টার খোকন আরও বলেন, প্রধান বিচারপতির নিয়োগ নিয়ে জাতি অন্ধকারে রয়েছে। প্রধান বিচারপতি একটি সাংবিধানিক পদ। এটি খালি থাকার সুযোগ নেই। প্রধান বিচারপতি ছাড়া বিচার বিভাগ অভিভাবকহীন হয়ে গেছে। সরকার নিয়ন্ত্রিত বিচার বিভাগ চায়, কারণ দেশে, গণতন্ত্র ও সুশাসন নেই। এছাড়া সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে সরকার ক্যান্সারের কথা বলে জোর করে ছুটিতে পাঠিয়েছে বলেও অভিযোগ করেন ব্যারিস্টার খোকন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সহ-সম্পাদক শামীমা সুলতানা দীপ্তি, সাবেক সহ-সভাপতি এবিএম অলিউর রহমান খান, আইনজীবী রফিকুল ইসলাম মেহেদী, কামরুল ইসলাম সজল, আবেদ রাজা, খোরশেদ আলম, সগীর হোসেন লিয়ন, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান, এএইচ এম কামরুজ্জামান মামুন প্রমুখ।