জরুরী ভিত্তিতে দেশের সকল জেলা আদালতের দেওয়ানী ও ফৌজদারি মামলার পরিসংখ্যান চেয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।
আজ সোমবার (৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (বেঞ্চ ও ডিক্রি) সানজিদা সরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে দেশের সকল জেলা আদালতের দেওয়ানী ও ফৌজদারি মামলাসহ সকল বিচারাধীন মামলার সংখ্যা এবং পাঁচ বছর বা এর বেশি সময় ধরে বিচারাধীন দেওয়ানী ও ফৌজদারি মামলাসহ সকল মামলার পরিসংখ্যান আগামীকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর ২টার মধ্যে সুপ্রিম কোর্টের ফ্যাক্স (৯৫৮৮৫৮৬, ৯৫৬৫০৫৮, ৯৫৮৭২০০) এবং ই-মেইল (rg@supremecourt.gov.bd) ঠিকানায় পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জবাব দেওয়ার জন্য এসব পরিসংখ্যান চাওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম ডেস্ক