প্রবীণ কারাবন্দি ব্যক্তিদের আইনি সহায়তা দেবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি। ৭৫ বছরের ঊর্ধ্বে বয়স্ক কারাবন্দিদের এ আইনি সহায়তা দেয়া হবে। উক্ত বন্দিদের আইনি সহায়তা দেয়ার লক্ষ্যে ইতিমধ্যে এ ধরনের বয়স্ক বন্দিদের হালনাগাদ তথ্যসহ তালিকা চেয়েছে কমিটি।
ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং কাশিমপুর কারাগার (পার্ট-১, ২, ৩, ৪) কর্তৃপক্ষ বরাবর বৃহস্পতিবার এ চিঠি দেয়া হয়েছে। চিঠির অনুলিপি লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও আইজি প্রিজন বরাবর দেয়া হয়।
সূত্র জানায়, এসব বন্দিদের বিস্তারিত তথ্য (মামলার প্রকৃতি/বন্দির ধরন/দণ্ডের পরিমাণ) কমিটির কাছে প্রেরণ করতে হবে। কমিটি প্রেরিত তথ্য যাচাই-বাছাই করে বন্দিদের আইনি সহায়তা দেবেন।
বৃহস্পতিবার পাঠানো লিগ্যাল এইড কমিটির চিঠিতে বলা হয়, লিগ্যাল এইড কমিটি দেশের উচ্চ আদালতে সরকারি আইনি সেবা নিশ্চিতকরণে কাজ করে চলছে। বিভিন্ন সূত্রে জানা যায়, দেশের কয়েকটি কারাগারে বিভিন্ন মামলায় আটক হিসেবে ৭৫ বছরের ঊর্ধ্বে বয়স্ক ব্যক্তিরা রয়েছে। এমতাবস্থায় বিচারাধীন কিংবা সাজাপ্রাপ্ত ৭৫ বছরের ঊর্ধ্বে বয়স্ক আটক ব্যক্তিদের তথ্যাদি প্রেরণ করে আইনি অধিকার প্রাপ্তিতে সহায়তা অব্যাহত রাখবেন বলে কমিটি প্রত্যাশা করে।
প্রসঙ্গত, লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নির্দেশনা অনুযায়ী ইতিপূর্বে পাঁচ ও দশ বছরের ঊর্ধ্বে কেন্দ্রীয় কারাগারসহ দেশের সকল জেলা কারাগারে বিচারাধীন বন্দিদের তালিকা চেয়ে দুই দফায় চিঠি দেয়া হয়। লিগ্যাল এইড কমিটির ওই চিঠির প্রেক্ষিতে প্রথম দফায় প্রায় সাড়ে চারশত বন্দির একটি তালিকা লিগ্যাল এইড অফিসে প্রেরণ করে কারা কর্তৃপক্ষ। পরে ওই তালিকা অনুযায়ী বিচারাধীন বন্দিদের আইনি সহায়তা দেয় কমিটি। ওই আইনি সহায়তা পেয়ে দীর্ঘদিন ধরে কারাগারে থাকা অনেক বন্দি জামিন পান। পাশাপাশি তাদের মামলা দ্রুত নিষ্পত্তি করতেও হাইকোর্ট সময়সীমা বেধে দেয়। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিন ধরে পড়ে থাকা অনেক মামলাও দ্রুত নিষ্পত্তি করেছে নিন্ম আদালত।