আইনজীবীদের বই পড়ার পরামর্শ দিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বলেছেন, ‘বই না পড়ে আইন পেশায় উন্নতি করা যাবে না। টাকার পেছনে ছুটলে হবে না। বই কিনুন। বই পড়ুন। জ্ঞান অর্জন করুন। টাকা আপনার কাছে এসে ধরা দেবে।’
রোববার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
আইনজীবীদের তিনি বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ, মক্কেলকে দেখানোর জন্য বই কিনবেন না, লাইব্রেরি সাজাবেন না। বই কিনে পড়ুন। জ্ঞানার্জন করুন।’
সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বারের সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, মামলার শুনানিকালে পুরানা পল্টনের মতো বক্তব্য দিলে হবে না। আইনের কথা বলতে হবে।
তিনি বলেন, দক্ষ আইনজীবী না হলে বিচার বিভাগ দক্ষ হয় না। আর দক্ষ ও উপযুক্ত বিচারক না হলে সঠিক ও ভালো রায় বের হবে না।
ওয়াহ্হাব মিঞা বলেন, শুধুই বইমেলার আয়োজন করলে হবে না। বই কিনতে হবে। কিনলে পড়ার প্রতি আকর্ষণ বাড়বে। আইনের বই না পড়লে সঠিকভাবে শুনানি করা যাবে না। আইনজীবীদের জ্ঞান অর্জনের মাধ্যমে সমৃদ্ধ হতে হবে। আইনজীবীরা সমৃদ্ধ হলে আদালতও সমৃদ্ধ হবে।
আদালতে শুনানির বিষয়ে আইনজীবীদের উদ্দেশ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আরও বলেন, ‘আমরা যখন মামলা শুনি, অনেক আইনজীবী বই ছাড়া আদালতে শুনানি করতে আসেন। প্রশ্ন করি আইনের বই কোথায়? তখন এদিকে তাকায় ওদিকে তাকায়। খুবই দুর্ভাগ্যজনক।’
তিনি বলেন, ‘যেমন যুদ্ধক্ষেত্রে ঢাল না থাকলে বলা হয় নিধিরাম সর্দার। বই ছাড়া, জ্ঞান ছাড়া আইনজীবীরাও তেমন।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন চত্বরে প্রতি বছরের মতো এবারও বইমেলার আয়োজন করা হয়েছে। এবারের বই মেলায় ৪২টি স্টল রয়েছে, যার ১৯টিই আইনজীবীদের।