২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাস চেয়েছেন তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল কালাম মো. আকতার।
ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন জেলখানার সামনে একটি পুরনো ভবনে ঢাকার দ্রুত বিচার আদালত-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে বিচারকাজ চলছে।
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) আসামীর পক্ষে দ্বিতীয় দিন যুক্তি উপস্থাপন শেষ করেন। এ সময় আইনজীবী তারেক রহমানের খালাস চেয়েছেন।
এর আগে, সোমবার এই মামলায় যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমানের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন আইনজীবী আকতার।
এই আইনজীবীর দাবি, জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানের ১৬৪ ধারায় জবানবন্দিতে তারেক রহমানের উপস্থিতিতে হাওয়া ভবনে দুটি বৈঠকের কথা এসেছিল। কিন্তু মুফতি হান্নান পরে সেই জবানবন্দি প্রত্যাহারের আবেদন জানিয়েছিলেন। কাজেই এই জবানবন্দির ভিত্তিতে সাজা দেয়া ঠিক হবে না।
‘আবার হাওয়া ভবনে তারেক রহমানের নেতৃত্বে যে বৈঠকের কথা মুফতি সেখানে বলেছেন, সেই ঘটনাস্থল ও আশেপাশের কোনো সাক্ষী রাষ্ট্রপক্ষ আদালতে উপস্থাপন করতে পারেনি। এ জন্য আমার আসমি তারেক রহমানের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়নি।’
জেলা প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম