বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ২৩ শিক্ষককের এমপিও প্রদানের নির্দেশনা কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম এবং মাননীয় বিচারপতি কে. এম কামরুল কাদের এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) এ রুল জারি করেন।
আদালতে রীটকারীদের পক্ষে শুনানী করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এর্টনি জেনারেল আল আমিন সরকার।
রিটে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালকসহ ৪ জনকে বিবাদী করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে, কুড়িগ্রাম জেলার কয়েকটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান এর বিভিন্ন বিষয়ের প্যাটানভুক্ত ২৩ জন শিক্ষক এমপিও তালিকা ভুক্তির অন্তর্ভূক্ত না হওয়ায় উক্ত শিক্ষকগণ এমপিও ভুক্তির তালিকায় নাম অন্তর্ভুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
এমপিও ভুক্তির সকল শর্ত পূরন হলেও আবেদনকারীদের দীর্ঘ দিন যাবত এমপিওভুক্ত করা হয়নি মর্মে হাইকোর্টে এই রীট পিটিশনটি দায়ের করেছেন সংশ্লিষ্ট শিক্ষকগণ। রীটকারী শিক্ষকরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ফূলবাড়ী বালিকা বিদ্যালয়র মোঃ শাহাবুল হক, জাহিদুল হক, রফিকুল ইসলাম, মোঃ আমিনুর রহমন খানসহ সর্বমোট ২৩ জন শিক্ষক।
নিজস্ব প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম