বিচার বিভাগের ডিজিটালাইজেশনের লক্ষ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মাঝে ল্যাপটপ কম্পিউটার বিতরণ প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) ল্যাপটপ কম্পিউটার পাচ্ছেন ঢাকা জেলা/মহানগরে অবস্থিত আদালত বা প্রতিষ্ঠানে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তারা।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচার বিভাগের ডিজিটালাইজেশনের লক্ষ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মাঝে ল্যাপটপ কম্পিউটার বিতরণ প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে সারাদেশের আদালত/সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানসমূহ থেকে প্রাপ্ত চাহিদা পত্র যাচাই-বাছাই শেষে অনুমোদিত চাহিদাপত্রের বিপরীতে ল্যাপটপ কম্পিউটার এস. এ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংশ্লিষ্ট আদালত/প্রতিষ্ঠানের অফিস প্রধান বরাবর পাঠানো হবে।
অন্যদিকে ঢাকা জেলা/মহানগরে অবস্থিত আদালত বা প্রতিষ্ঠানে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তারা ল্যাপটপ কম্পিউটার গ্রহণ করতে সংশ্লিষ্ট অফিস প্রধান অথবা মনোনীত বিচার বিভাগীয় কর্মকর্তাকে প্রতিনিধি হিসেবে সুপ্রিম কোর্টের মূল ভবনে অবস্থিত কনফারেন্স রুমে রোববার (২৮ জানুয়ারি) বিকেল পাঁচটায় উপস্থিত থাকতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল সুপ্রিম কোর্ট। বিষয়টি পরে সুপ্রিম কোর্টের বাজেটেও উল্লেখ করা হয়। আর এ বছরের নতুন বাজেট পাওয়ার পরই এ প্রক্রিয়া শুরু হয়, যা এখন বাস্তবায়ন করা হচ্ছে।
নিজস্ব প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম