মাদারীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেসরকারিভাবে ১৩টি পদের মধ্যে ১২টিতে আওয়ামী লীগ ও বাকি ১টি পদে বিএনপির দলীয় প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার প্রবীণ আইনজীবী চিত্তরঞ্জন মন্ডল জানান, দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচন শেষ হয়েছে। ফলাফলে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী ওবাইদুর রহমান খান ও সাধারণ সম্পাদক পদে বিএনপির দলীয় প্রার্থী রেজাউল করীম রেজা নির্বাচিত হন।
এছাড়া বাকি পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে সহ-সভাপতি পদে গোলাম আজম শামীম, বিমল বাড়ৈ, সহ-সম্পাদক (সার্বিক) ইয়াদ মোর্শেদ সজল, সহ-সম্পাদক (আপ্যায়ন) আনিচুর রহমান, সহ-সম্পাদক (লাইব্রেরি) পদে মুহাম্মদ ইব্রাহিম সবুজ, কোষাধ্যক্ষ পদে জুবাইর হোসেন এবং কার্যকরী সদস্য পদে সাইদুর রহমান সাইদ, নাজমুল হক বাবু, শেখ ওহিদুজ্জামান মাহবুব হাসান সরোজ এবং রওনক জাহান নির্বাচিত হন।
মাদারীপুর জেলা আইনজীবী সমিতির মোট ২০৫ ভোটের মধ্যে ১৯৮ ভোটটি প্রয়োগ করা হয়।
জেলা প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম