দেশে বিভাগওয়ারি হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনে সরকার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এলক্ষ্যে সরকারের পক্ষ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে এ কথা জানান মন্ত্রী।
আনিসুল হক বলেন, ‘যদি সরকার মনে করে যে, বিভাগ-ওয়ারি হাইকোর্ট বেঞ্চ স্থাপনের প্রয়োজন আছে, তাহলে জনগণের কল্যাণের কথা চিন্তা করে দেশের বিভাগগুলোতে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।’
২০১৫ সালে সংসদে ঢাকার বাইরে হাইকোর্টের বেঞ্চ বসানো নিয়ে এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেছিলেন, ‘বর্তমানে বিচার বিভাগ স্বাধীন হওয়ায় এ বিষয়ে সরকারের কিছু করণীয় নেই। সংবিধানের ১০০ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে প্রধান বিচারপতি রাজধানী ছাড়াও বাংলাদেশের যে কোনো স্থানে হাইকোর্ট বিভাগের সার্কিট বেঞ্চ স্থাপন করতে পারেন।’
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আমলে সংবিধান সংশোধন করে ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করা হয়েছিল। তখন এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন আইনজীবীরা। পরে সুপ্রিম কোর্ট ওই সংশোধনী অবৈধ ঘোষণা করে। বর্তমানে অস্থায়ী বেঞ্চ গঠনের বিধান সংবিধানে রয়েছে। তবে বর্তমান সরকারের আমলে সরকার চট্টগ্রামে এ ধরনের বেঞ্চ গঠনের প্রস্তাব সুপ্রিম কোর্টে পাঠালেও তা নাকচ করে দেওয়া হয়।