জ্যেষ্ঠতা লঙ্ঘন হলেও নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নিয়োগকে স্বাগত জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
সংগঠনের কার্যনির্বাহী পর্ষদের জরুরি বৈঠকের পর শনিবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নতুন প্রধান বিচারপতিকে স্বাগত জানানো হয়।
সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, অবশ্যই আমরা বলবো এখানে সুপার সেশন (জ্যেষ্ঠতা লঙ্ঘন) হয়েছে। আইনজীবী সমিতি সুপার সেশনের বিরুদ্ধে। কিন্তু এরপরও পরিবর্তিত পরিস্থিতিতে এ নিয়োগটি গতকাল (শুক্রবার) হয়েছে। সে কারণে আমরা মনে করি বাংলাদেশের প্রধান বিচারপতির শূন্য পদ পূরণ হয়েছে।
রোববার (০৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতিকে অভিনন্দন জানানো হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা এই প্রধান বিচারপতির নিযোগকে স্বাগত জানাচ্ছি।’
জয়নুল আবেদীন বলেন, আশা করি নতুন প্রধান বিচারপতি আইনাঙ্গণে যে ক্ষত সৃষ্টি হয়েছে তা রিপেয়ার করবেন।
এর আগে শুক্রবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
এরপর সন্ধ্যায় পদত্যাগ করেন আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি ও প্রধান বিচারপতির দায়িত্বপ্রাপ্ত মো. আবদুল ওয়াহহাব মিঞা।
১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর জন্ম নেওয়া বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ৬৭ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত প্রধান বিচারপতি পদে থাকবেন।