নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে সংবর্ধনা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
আজ রোববার (০৪ ফেব্রুয়ারি) সকালে আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে প্রধান বিচারপতিকে এ সংবর্ধনা দেওয়া হয়।
রোববার সকাল ১০টা ৩৫ মিনিটে আপিল বিভাগের এজলাস কক্ষে প্রবেশ করেন নব নিযুক্ত প্রধান বিচারপতি। তার সঙ্গে আপিল বিভাগের অন্য তিন বিচারপতিরা এজলাসে প্রবেশ করেন। এর পর একে একে হাইকোর্টের বিচারপতিরা প্রবেশের পর প্রধান বিচারপতির পেছনে নির্দিষ্ট আসনের সামনে এসে দাঁড়ান। প্রধান বিচারপতি আসন গ্রহণের পর সব বিচারপতি আসন গ্রহণ করেন।
শুরুতেই সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, পরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন।
অনুষ্ঠানে প্রধান বিচারপতির জীবন বৃত্তান্ত পাঠ করতে শুরু করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এরপর সংবর্ধনার জবাবে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সংবর্ধনা শেষে প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশ্য করে বলেন, আজ আপিল ও হাইকোর্ট বিভাগ দুপুর সাড়ে ১২টা থেকে বিচারকার্য পরিচালনা করবেন।
এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জ্যেষ্ঠ আইনজীবীসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
সুপ্রিমকোর্ট প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম