প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতার কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন আইনবিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
আজ রোববার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর লেকশোর হোটেলে একটি কর্মশালা উদ্বোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেছেন, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়নি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি আইনজীবীদের মধ্য থেকে যাকে ইচ্ছা প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে পারেন। সেখানে জ্যেষ্ঠতার কোনো বাধ্যবাধকতা নেই।
নগর প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম