ঠাকুরগাঁওয়ের ভেলাজান বাজারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা শুনে নাসির উদ্দীন (৭০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. নিশা মর্তুজা রুপা তাকে মৃত ঘোষণা করেন। নাসির উদ্দীন সদর উপজেলার ছেপড়িকুড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশ সদর উপজেলার ভেলাজান বাজারে অভিযান চালায়। এসময় লাইসেন্স ছাড়া পেট্রোল বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে নাসির উদ্দীনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার কথা শুনেই নাসির উদ্দীন ভ্রাম্যমাণ আদালতের সামনেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জ্ঞান হারান। পরে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় নাসির উদ্দীন জ্ঞান হারিয়ে ফেলেন ও পরে তার মৃত্যু হয়। ঘটনাটি দুঃখজনক।’
তিনি আরও বলেন, ‘নাসির উদ্দিন এক সপ্তাহ আগেও হাসপাতালে এসেছিলেন বলে হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি। জরিমানার পর রশিদেও স্বাক্ষর করেছিলেন তিনি, তারপরই তিনি অজ্ঞান হয়ে পড়েন।’