বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে রাখার জন্য বিভিন্ন মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবী ও সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পাঁচ দিনের কর্মসূচির দ্বিতীয় দিনের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষে এ কথা বলেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার ভয় পায়। তাই তাকে দীর্ঘদিন কারাগারে রাখার জন্য বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সরকারের চেষ্টা খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে রাখা।
এ সময় তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্তি না দেয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও মনে করেন এ রায় সঠিক হয়নি।
জয়নুল আবেদীন বলেন, আমরা শুধু রায়ের সত্যায়িত কপির জন্য অপেক্ষা করছি। সেটা হাতে পেলেই আপিল এবং জামিনের জন্য আবেদন করব।
এ সময় আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদলসহ আরও অনেকে।