সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হতে সাক্ষাৎকারে অংশগ্রহণকারী আইনজীবীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এ. এম. মাহবুব উদ্দিন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ গ্রহণের জন্য যে সকল অ্যাডভোকেট সাক্ষাৎকার দিয়েছেন, তাঁদেরকে সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে উপস্থিত থাকতে বলা হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল দশটায় সিরিয়াল ০১ থেকে সিরিয়াল ৬০০ পর্যন্ত ও ১৭ ফেব্রুয়ারি (শনিবার) সকাল দশটায় সিরিয়াল ৬০১-১২০০ এবং দুপুর সাড়ে ১২টায় সিরিয়াল ১২০১ থেকে সিরিয়াল ১৮০০ পর্যন্ত প্রার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।