রাজধানীর রামপুরা থানার বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলায় বিএনপি নেতা বরকতউল্লাহ বুলুসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চত করেছেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-বিএনপি নেতা শফিউল বারী বাবু, মারুফ কামাল খান সোহেল, শিমুল বিশ্বাস, কাইয়ুম কমিশনার, লতিফ কমিশনার, বিএনপি নেত্রী শিরিন সুলতানা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ।
উল্লখ্য, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বিএনপির হরতাল অবরোধ চলাকালে রামপুরা থানা এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ এ মামলাটি দায়ের করে। এরপর বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে আসামিদের অভিযোগপত্র দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা।