নকল ওষুধ রাখা, মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ও সার্জিক্যাল সরঞ্জাম ব্যবহারের দায়ে ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) এর ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (২১ মার্চ) বেলা ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রাজধানীর গুলশান-২ এলাকায় ইউনাইটেড হাসপাতালে অভিযান চালানো হয়।
র্যাব-১ এর পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানটি পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম। এ সময় স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই প্রসঙ্গে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আলম গণমাধ্যমকে বলেন, ‘ইউনাইটেড হাসপাতালে অভিযান চালিয়ে সেখানে নকল ওষুধ পাওয়া গেছ। এগুলো তারা কিনেছিল। এছাড়া হাসপাতালের ল্যাবে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ও সার্জিক্যাল বিভিন্ন আইটেম পাওয়া গেছে। এর দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’