মুন্সীগঞ্জ সদরে পদ্মার বুকে বালুমাটি দিয়ে বাঁধ নির্মাণ ও টোল আদায় কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও মো. ইকবাল কবিরের বেঞ্চ গতকাল বুধবার (২১ মার্চ) স্বতঃপ্রণোদিত রুল দেন। এর আগে এ নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী মুন্সী মনিরুজ্জামান।
‘পদ্মায় অবৈধ খাল নির্মাণ করে টোল আদায়’ শিরোনামে ছবিসহ প্রতিবেদন গতকাল একটি জাতীয় দৈনিকে ছাপা হয়। প্রতিবেদনে বলা হয়, পদ্মার বুকে বালুমাটি ফেলে বাঁধ নির্মাণ করছে একটি চক্র। মুন্সীগঞ্জের সদর উপজেলার শিলই ইউনিয়নসংলগ্ন নদীর ওপর নির্মিত এই বাঁধ দিয়ে টোলের বিনিময় পার হচ্ছে যানবাহন।